মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
অনলাইন ডেক্স: গেলো ১৬ অক্টোবর গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা বাঁধা অবস্থায় বিলের ধারে পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় খুঁজতে গিয়ে আন্তজেলা গাড়ি ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে র্যাব-৬। গ্রেপ্তার করা হয়েছে ওই হত্যায় জড়িত দুই জনকে।
র্যাব বলছে, ওই অজ্ঞাত মৃত ব্যক্তির নাম রুবেল। তিনি একজন প্রাইভেটকার চালক। তার প্রাইভেটকারটি ছিনতাইয়ের উদ্দেশ্যে রুবেলকে হত্যা করে ছিনতাইকারীরা লাশ ফেলে রেখেছিলো সেখানে। ওই ঘটনার প্রায় পনেরদিন পর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাব গাজিপুর থেকে হুসাইন ইমাম এবং ফেরদাউসকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, হুসাইন ইমাম খুলনার তেরখাদা উপজেলার এবং ফেরদাউস গোপালগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। আগেও একাধিক গাড়ি ছিনতাই সংক্রান্ত অপরাধের সাথে জড়িত থাকার দায়ে তারা কারাগারে ছিলেন। জেলখানায় বসে তারা নতুন করে ঢাকার বাইরে গাড়ি ছিনতাইয়ের পরিকলল্পনাও করেন।
র্যাব-৬ এর অধিনায়ক কর্নেল মোসতাক বলেন, উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে র্যাব খুনীদের শনাক্ত করেছে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে দক্ষ অপরাধীদের ধারাবাহিক অভিযানের মধ্যদিয়ে ঢাকার গাজিপুর থেকে ১ নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয়।
কর্নেল মোসতাক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকার চালক রুবেল হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে ফাঁসি চাই এদের আর কারো মার বুক খালি না হয়