মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ঝিনাইদহ শহরের উদয়পুর এলাকা থেকে ৪৭ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- জেলা শহরের পবহাটি সৃজনী মোড় এলাকার শাহাজ উদ্দিনের ছেলে ফয়সাল আহম্মেদ (৩০) ও উদয়পুর গ্রামের মতলেব শাহার ছেলে জসিম উদ্দিন (৪০)।
ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উদয়পুর গ্রামের গোরস্থান এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ ফয়সাল ও জসিমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।