মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: শিবগঞ্জে উপজেলা পর্যায়ে সামাজিক -সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।।
শনিবার সকাল১০টায় শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে এ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)জুবায়ের হোসেন,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমদ ছত্রাজিতপুর কলেজের অধ্যক্ষ আতাউর রহমান,শিবগঞ্জ কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস,বিনোদপুর ইউপি চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ রুহুল আমীন ও দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু সহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, গত বছর শারদীয় দূর্গাপূজার সময় সামাজিক মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সারা দেশে যে অস্থিরতার সৃষ্টি হয়েছিল, সে ধরনের , ঘটনা যেন আর না ঘটে,সেজন্যই আজকের এ আয়োজন।
তিনি আরো বলেন,শিবগঞ্জে সব ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে সামনে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পুজা উপলক্ষে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সবার প্রতি অনুরোধ জানানএবং পুলিশ সহ সকল প্রশাসনিক অফিসার ও কর্মচারীগণকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান। সমাবেশে সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য, স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ইমাম,শ। বিভিন্ন শ্রেণীর শত শত নারীপুরুষ।