মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে বাল্কহেড ও খেয়া পারাপারের ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০ টার দিকে শায়েস্তাবাদ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।
এতে ট্রলার মাঝি জামাল ফকিরসহ তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জামাল ফকিরকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ,এম, আবদুর রহমান মুকুল-পিপিএম (সেবা) জানান, ঘটনার সময় শায়েস্তাবাদ বাজার সংলগ্ন ঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি খেয়া পারাপারের ট্রলার আড়িয়াল খাঁ নদের অপর প্রান্তে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রলারটির পেছনের অংশে বাবুগঞ্জ থেকে চরমোনাইগামী মুজাহিদ-১ নামের একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটির বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।
স্থানীয়রা অন্য নৌযানের সাহায্যে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করেন। কোনো নিঁখোজের সংবাদ নেই।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে কাউনিয়া থানা পুলিশ, বরিশাল সদর নৌ-থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান।
তিনি বলেন, এ ঘটনার পর বাল্কহেডটিকে তীরে নোঙ্গর করে রাখা হয়েছে। পাশাপাশি বাল্কহেডের চালক মুরাদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বাল্কহেডের চালক জানান, নৌযানটি বরিশাল নগরের রুপাতলী এলাকার আবুল বাশারের। তিনি চেষ্টা করেও সংঘর্ষ এড়াতে পারেননি।