মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: রাষ্ট্রীয় মর্যদায় সমাহিত হলো বীর মুক্তিযোদ্ধার ও শিবগঞ্জ মডেল সরকারী হাইস্কুলে শিক্ষক তৈমুর রহমানের লাল। তিনি শুক্রবার ভোর ৫টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্নে ইলাহীররাজেউন) ।
মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেণ। সকাল ১১টায় শিবগঞ্জ মহিলা কলেজ চত্বরে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিনআহম্মেদ শিমুলের উপস্থিতিতে শিবগঞ্জ থানার ওসি(অপারেশন) আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্টীয় মর্যদা প্রদান করেন।
এ সময় সংসদ সদস্যেও পক্ষ থেকে ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ টাকা প্রদান করা হয়। পরে সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা:সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার(ভ্থমি) জুবায়ের ইসলাম, বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ সহস্রাধিক লোক। পরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার জন্মস্থান দূর্লভপুর ইউনিয়নের দামুদিয়াড় গ্রামে অনুষ্ঠিত এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।