মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক বরিশাল এর আয়োজনে একযোগে বরিশালসহ বাংলাদেশ ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ও পলাশপুর বউবাজার এলাকায় ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরিশাল বিভাগ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক বরিশাল মোঃ তাজুল ইসলাম। পরে সকাল ১১ টা ৩০ মিনিটে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় সংক্রান্ত মিট দ্য প্রেস-এর আয়োজন করা হয়। উপস্থিত অতিথি দের অংশগ্রহণে মিট দ্য প্রেসে বিভাগীয় কমিশনার বলেন। বরিশাল বিভাগের সিটি কর্পোরেশন সহ প্রতিদিন ৩ লক্ষ ৮ হাজার মে. টন চাল ৩০ টাকা কেজি দরে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে। দৈনিক একজন ক্রেতা ৫ কেজি চাল ক্রয় করতে পারবে। এতে করে বরিশাল বিভাগে দৈনিক ৬১ হাজার জন স্বল্প আয়ের মানুষ সুলভ মূল্যে চাল ক্রয়ের সুযোগ পাবেন। এদিকে জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ৯৬ হাজার মে. টন চাল ৩০ টাকা কেজি দরে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হবে। একজন ক্রেতা দৈনিক ৫ কেজি চাল ক্রয় করতে পারবে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় টিকটক আটা ১৮ টাকা কেজি দরে বিক্রয় করা হবে ক্রেতা দৈনিক সর্বোচ্চ তিন কেজি আটা ক্রয় করতে পারবে ডিলার প্রতি ৫০০ কেজি আটা করে মোট ৫ হাজার ৫০০ মে. টন আটা ১৮ টাকা কেজি দরে বিক্রয় করা হবে। দৈনিক একজন ক্রেতা সর্বোচ্চ ৩ কেজি আটা ক্রয় করতে পারবে। টিসিবির কার্ডধারীগণ চাল আটা ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বরিশাল জেলার ১০ টি উপজেলায় ৮৮ টি ইউনিয়নে এ কার্যক্রম চলমান থাকবে।