মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জনাব জসীম উদ্দীন হায়দার। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, সহকারী কমিশনার লাকী দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। এরপর অন্যান্য অতিথিদের সাথে নিয়ে অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক মহোদয়।