সোমবার, ০৭ Jul ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির আকাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে। এ কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।
দিল্লি বিমানবন্দরের সকল ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। ফ্লাইট অবতরণেও প্রভাব পড়েছে।
আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে নয়াদিল্লিতে কুয়াশার এমন পরিস্থিতি তৈরি হয়।
ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ফ্লাইট ছেড়ে যাওয়া বন্ধ রাখা হয়।
এছাড়া ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে। দিল্লির অন্তত ১০টি ট্রেনের যাত্রা বিলম্বে হয়েছে।