বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: রোববার বিকাল ৫টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ থাকা মাসুম খানের বাড়ি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের মোঃ ইসমাইল খানের সেঝ ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা রাতে আড়িয়াল খাঁ নদীতে মাছ ধরতে যায় মাসুম খান। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী এমভি আওলাদার লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি ঘটনায় মাসুম খাঁ নিখোঁজ হয় এবং আহত জেলে মোঃ দেলোয়ারকে অন্য জেলেরা উদ্ধার করে বরিশাল শেবা-চিম হাসপাতালে ভর্তি করা হয়।
এর পর বাবুগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার মোঃ আমীনুল ইসলামের সহযোগিতায় বরিশাল থেকে ফায়ার সাভির্সের ডুবুরি দল সংবাদ দিয়ে নদীতে দিনভর তল্লাসী চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
রোববার বিকাল ৫টার দিকে গাজীপুর এলাকা ঘটনাস্থল থেকে অর্ধ কিলোমিটার দূরত্বে সায়েম ইটভাটার সংলগ্ল আড়িয়াল খাঁ নদীতে মাসুমের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।