শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
এম এইচ ফাহাদ, ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুরান্ত ঘোষণা করা হয়েছে।আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর তালিকায় ৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩টি ইউনিয়নে নৌকা প্রতীকে নতুন মুখ।
আর বাকি চারটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের বহাল রেখে চুরান্তভাবে মনোনয়ন চুরান্তভাবে ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় ইউপি নির্বাচনে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা নাম ঘোষণা করা হয়। ভোলার দৌলতখান উপজেলার (১নং)মদনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন পেয়েছেন(১নং)মদনপুর ইউনিয়নের একে এম নাছির উদ্দিন। (২নং)মেদুয়া ইউনিয়নে মো.মনজুর আলম। (৩নং)চরপাতা ইউনিয়নে মো.কাজল ইসলাম তালুকদার। (৪নং)উত্তর জয়নগর ইউনিয়নে মো: বশির। (৫নং) দক্ষিণ জয়নগর ইউনিয়নে মো:আলমগীর হাওলাদার। (৬নং) চরখলিফা ইউনিয়নে শামীম হোসেন অমি চৌধুরী এবং (৭নং) ভবানীপুর ইউনিয়নে মো: গোলাম নবী নবু কে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
উল্লেখ্য ভোলার দৌলতখান উপজেলায় মোট ৯টি ইউনিয়নের মধ্যে এবছর ৭টি ইউনিয়ন পরিষদের ২য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাকী ২টি ইউনিয়নের মেয়াদকাল শেষ হয়নি বলে ৭টি ইউনিয়ন পরিষদ ২০২১ইং অনুষ্ঠিত হবে। এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে (নৌকা)প্রার্থী হিসাবে যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে নতুন মুখ রয়েছে তিন জন।উত্তর জয়নগর ইউনিয়নে বশির আহমেদ সদাগর ও চরপাতার ইউনিয়নে কাজল ইসলাম তালুকদার। এবং চরখলিফা ইউনিয়নে শামীম হোসেন অমি দলীয় মনোনয়ন পেয়েছেন।
আর বাকি ৪টি ইউনিয়নে বর্তনান চেয়ারম্যান বহাল রয়েছেন। নৌকার দলীয় প্রার্থীদের তালিকা আজ চুরান্ত ঘোষণা হওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। নতুন ও পুরাতন ইউপি পদ প্রার্থীদের তালিকা প্রকাশের পর বিভিন্ন ইউনিয়নে মিস্টি বিতরণ সহ উল্লাসে আনন্দ মিছিল করেছেন। এবিষয়ে ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব মনজুর আলম খান বলেন,তৃণমূল নেতাকর্মীদের জরিপের ভিত্তিতে দল উপজেলার ৭টি ইউনিয়নে নতুন ৩ মুখ সহ বর্তমান মোট ৪জন চেয়ারম্যান কে (নৌকা) প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন।আমি আশাবাদী দৌলতখান বাসী উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবে।