শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
এম এইচ শান্ত :বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম হাওলাদার(৭০)এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলার গুঠিয়ার সাইনবোর্ড জামে মসজিদের সামনে উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডঅব অনার প্রদান করেন পুলিশের উপ পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মোকসেদ মুন্সি, সৈয়দ আশ্রাব আলী, আব্দুল রহিম হাওলাদার, আঃ জব্বার, মোঃ ছত্তার মোল্লা, যুবলীগ নেতা সাকলান হোসেন খান প্রমুখ।
মরহুমের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় হৃদ ক্রীয়া বন্ধ হয়ে ঢাকায় বড় ছেলের বাসায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)৷ মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহি রেখে গেছেন৷