শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলার দক্ষিন কড়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গভীর রাতে দূবৃত্তরা একটি বাগানের প্রায় ২ শতাধিক গাছ ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে কড়াপুর ইউনিয়ের দক্ষিন কড়াপুর এলাকার ডাঃ আবু বক্কর এর বাগানে ঘটে। ভুক্তভোগী আবু বক্কর বলেন, আমাদের পৈত্তিক সম্পতি প্রায় ১ একর ১০ শতাংশ।
দীর্ঘ বছর ধরে আমাদের দখলেই রয়েছে। কিন্তু আমরা বাড়িতে না থাকার সুবাদে স্থানীয় কয়েকজন ব্যাক্তিকে আমার জমিতে কৃষি চাষ করে খেতে বলি। তারা দীর্ঘ দিন আমার পৈত্তিক সম্পতিতে কৃষি চাষ করেও খেয়েছেন। পরে আমি আমার ভাইর ছেলে মাসুদ হাওলাদারকে উক্ত জমি দেখাশুনা করার জন্য দেই এবং মাসুদকে দেখা শুনা করতে দেওয়ার পর মাসুদ ও আমি চলতি বছরের জুন মাসে চাম্বুল, রেন্ডি, মেহোগুনিসহ আরো ২/৩ প্রজাতির ৪২০ পিচ গাছের চারা রোপন করি। গাছের চারা রোপন করার কয়েকদিন পরে গভীর রাতে কে বা কারা আমাদের বাগানে প্রবেশ করে গাছের চারা গুলোর মাথা ভেঙ্গে ফেলে যায়।
পরে আমরা কাউকে শনাক্ত করতে না পাড়ায় বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নেই নি। তার পরেও দূবৃত্তরা ফের গত বৃস্পতিবার ৮ জুলাই গভীর রাতে আমাদের বাগানে প্রবেশ করে আবারও প্রায় ২ শতাধিকের বেশি গাছের চারার মাথা ভেঙ্গে ফেলে রেখে যায়। তবে গাছের চারা ভেঙ্গে ফেলার ঘটনায় স্থানীয় কয়েক ব্যাক্তিতে ডাঃ ডাঃ আবু বক্কর সন্দেহ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাঃ আবু বক্কর দীর্ঘ দিন ধরে বরিশালে বসবাস করেন। তাদের সাথে কেউর কোন শক্রতাও নেই। তার পরে কারা তাদের সাথে শক্রতা করে যাচ্ছে তা আমাদের জানা নেই। তবে যেই গাছ গুলো ভেঙ্গে ফেলেছে তাকে চিহ্ন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে কড়াপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন বলেন, ডাঃ আবু বক্করের পৈত্তিক সম্পত্তি এটা।
তারা দীর্ঘ দিন ধরে বরিশালে থাকেন। তারা খুব ভালো লোক। তার পরেও কারা তাদের সাথে শক্রতা করে যাচ্ছে তা আমার জানা নেই। তাদের অনেক গুলো গাছের চারা ভেঙ্গে ফেলা হয়েছে। অমি দেখেছি এবং বিষয়টি আমার কাছে বলায় আমি ডাঃ আবু বক্করকে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেই। উক্ত ঘটনায় বিমান বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েন ভুক্তভোগী ডাক্তার আবু বক্কর।