রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
মনপুরার প্রতিনিধি :- ভোলার মনপুরা উপজেলায় ৪টি ইউনিয়ন সরকারি গো- খাদ্য সামগ্রী বিতরন করেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মনপুরা উপজেলার চারটি ইউনিয়নে ১২০ জন পরিবারকে সরকারি গো- খাদ্য সামগ্রী বিতরন করা হবে।
মনপুরা উপজেলায় গরু,মহিষ, ছাগল এবং ভেড়া খামারী পরিবারের তালিকা তৈরি করা হয়। তাতে মনপুরায় মোট ১২০টি খামারী পরিবার পাওয়া যায়। আজ সকাল ১১ ঘটিকার সময় মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৩০জন খামারীদের মাঝে গো-খাদ্য বিতরন করা হয়।এখনও ৯০টি খামারী পরিবারকে পর্যায়েক্রমে ইউনিয়ন ভিত্তিক গো-খাদ্য বিতরন করা হবে।
উক্ত গো- খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন মিসেস শেলিনা আক্তার চৌধুরী। উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। উপজেলা নির্বাহী অফিসার,,মোঃ শামীম মিঞা। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া।