শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
আজ ৯ জুন বুধবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ মোঃ নুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বরিশাল মোঃ শাহজাহান হোসেন, প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় ড. মোঃ মঞ্জুর আহমেদসহ প্রমূখ। সকাল ১১ টায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বরিশাল সরকারি জিলা স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।