বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক ভান্ডারিয়া সদর উপজেলায় ছয় শত অসচ্ছল প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।বুধবার সকাল দশটায় ভান্ডারিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়া বাড়ি এলাকায় এর আয়োজন করে পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
মাইক্রোক্রেডিট রেগুলেটারী অথরিটি (এম আর এ) এর সনদ প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই,কোস্ট ফাউন্ডেশন, বিজ, সিদিপ এবং বি ডি এস এর যৌথ সমন্বয়ে অসচ্ছল প্রতিটি পরিবারের কে ৫ কেজি চাল, ২ কেজি পোলাও চাল, ১ কেজি মসুরের ডাল, ১ আলু, ১কেজি চিনি, ১লিটার সয়াবিন তেল, গুড়ো দুধ, সেমাই, সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছয় শত দরিদ্র পরিবারের হাতে এসব উপহার তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলার এসি ল্যান্ড মোঃ তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই সংস্থার সিনিয়র সমন্বয়কারী উজ্জ্বলকুমার দত্ত, এলাকা ব্যবস্থাপক মোঃ আলম হাওলাদার,কোস্ট ফাউন্ডেশন সংস্থার বিপুল চন্দ্র। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ উপহার কার্যক্রমটি পরিচালনা করেন ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল।