বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ ২১ শে ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ শহীদ মিনারে এবং গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ (কমপ্লেক্স) এর সম্মুখে সামাজিক সংগঠন ফ্রেন্ডসার্কেল ব্লাড ডোনার ক্লাবে (FBDC) এর সৌজন্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়। “রক্ত দিন জীবন বাঁচান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভাষা শহীদদের স্বরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম শুরু হয় সকাল ১০ টায় শুরু করে বিরতিহীন ভাবে দুপুর ৪টা পর্যন্ত চলে।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রিশাত খান, সহ-সভাপতি এইচ.এম. রাকিব, সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম ইমন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাসিম খান, সদস্য তানীভুর ইসলাম, রিয়াজ মোল্লা, মনিরুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, হাসানুর রহমান, মোঃ শান্ত, মোঃ মুন্না এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ। এ সময়ে প্রায় ৩ শতাধিক মানুষের সম্পূর্ন ফ্রিতে রক্তের গ্রুপ নির্নয করে ফ্রেন্ডসার্কেল ব্লাড ডোনার ক্লাব (FBDC) টিম। উক্ত কার্যক্রমের সময়ে সকলকে রক্তের ব্যাপারে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার উপদেশ প্রদান করা হয়। একঝাঁক তরুন ও মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফ্রেন্ডসার্কেল ব্লাড ডোনার ক্লাব। এটি ২৭শে মার্চ ২০২০ প্রতিষ্ঠা করা হয়। (FBDC) সম্পূর্নই অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী মূলক সংগঠন।