শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অবসারপ্রাপ্ত চাঁন মিয়া ও আলাউদ্দিন ফকির নামের দুই গ্রাম পুলিশকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কলাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার বেলা বারোটায় কলাপাড়া থানা প্রাঙ্গনে তাদের সংবর্ধিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, পায়রা তাপ বিদ্যুৎ ফাঁড়ির ইনচার্জ শোনিত কুমার গাইন ও কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামানসহ উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্য। এসময় দুই গ্রাম পুলিশকে বিশেষ কাজের অবদানে স্বীকৃতি স্বরুপ পুরষ্কৃত করা হয়। কলাপাড়া থানা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা।
সংবর্ধিত চাঁন মিয়া ১৯৭৯ সালে উপজলোর চাকামাইয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে গ্রাম পুলিশে যোগদান করেন। এ বছরের ৪ জানুয়ারী তিনি অবসর গ্রহন করেন। আর আলাউদ্দিন ফকির ১৯৮২ সালে লালুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে গ্রাম পুলিশে যোগদান করেন। গত বছরের ১২ মার্চ তিনি অবসর গ্রহন করেন।