মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী সংবাদদাতা। আগামী ২৮ ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলাপাড়া উপজেলা মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার।
বুধবার কলাপাড়া নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরকার দলীয় আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ দেলওয়ার হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মো.নাসির উদ্দিন, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. নাসির উদ্দিন , ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হায়দার ফকির , সাধারন সম্পাদক মো. জসিম আকন , সহ-সভাপতি মো.মাহমুদুল হাসান মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাং, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, প্রমুখ ।
উল্লেখ্য ২৭ নভেম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার মারা যাওয়ায় চেয়ারম্যান পদ শূণ্য হয় । আগামি ২৮ ফেব্রুয়ারি ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ০৩ ফেব্রুয়ারি বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল,বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি।