শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান নলছিটিতে শোকের মাতম বরিশালে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পটুয়াখলাীতে (DNC) এর অভিযানে মাদকসহ নিশা নামের ১ মাদককারবারি গ্রেপ্তার বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩
ভোলা জেলা প্রেসক্লাবের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা!জবাব চেয়ে আদালতের রুল জারি

ভোলা জেলা প্রেসক্লাবের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা!জবাব চেয়ে আদালতের রুল জারি

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি: ভোলা জেলা প্রেস ক্লাবের নতুন কমিটির সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এবং জবাব চেয়ে রুল জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ভোলা সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক নাছিম মাহামুদ এই আদেশ প্রদান করেন। একই সাথে মামলার বিবাদীগণকে বিভিন্ন পদে ঘোষণা করা কেন অবৈধ হবেনা এবং নিষেধাজ্ঞার আদেশ দ্বারা কেন বারিত করা হইবে না তৎমর্মে অত্র নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশও প্রদান করা হয়েছে। অত্র মামলার পূর্নাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত বিরোধীয় নব নির্বাচিত কমিটি ভোলা প্রেস ক্লাবে কোন অনুষ্ঠান না করে কিংবা কোন কার্যক্রম গ্রহণ না করে বা সিদ্ধান্ত গ্রহণ না করে তার জন্য অন্তঃবর্তী কালিন স্থিতিবস্থা বজায় রাখারও নির্দেশ প্রদান করেন আদালত। উল্লেখ্য গত ১৯ জানুয়ারি ২০২১ ইং তারিখে ভোলা প্রেস ক্লাবের নির্বাচন বাতিল, নতুন ভোটার তালিকা করে পূণ:নির্বাচন, বর্তমান কমিটির কার্যক্রমকে অবৈধ ঘোষণা চেয়ে মামলা করেছেন সংক্ষুব্ধ ৬ জন প্রেসক্লাবের সদস্য। যার মামলা নং দে-৩০/২১। বিচারক মামলাটি গ্রহণ করে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য রেখে উল্লেখিত নির্দেশ প্রদান করেন। মামলার আরজিতে বলা হয় ভোলা প্রেস ক্লাবের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি ভোলা প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠান না করে নিজেদের মনগড়া কিছু বিধি-নিষেধ জারি করে অবৈধ নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভোটারগণ প্রার্থী হতে পারবেন উল্লেখ থাকলেও নির্বাচন পরিচালনা কমিটি তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করার জন্য কোন কারণ উল্লেখ না করেই ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এই মামলায় নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন সহ ৩ জন এবং প্রেস ক্লাব কমিটির সভাপতি এম হাবিবুর রহমান, সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু সহ সর্বমোট ১৪ জনকে বিবাদী করা হয়। বাদী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত, অ্যাডভোকেট খাইরুল ইসলাম, অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, অ্যাডভোকেট ফয়সাল আহমেদ রাসেল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান প্রমুখ। ভোলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী সামস-উল আলম মিঠু, সাধারণ সম্পাদক প্রার্থী মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক প্রার্থী আল আমিন শাহরিয়ার, যুগ্ম-সম্পাদক প্রার্থী শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক প্রার্থী মো: মিজানুর রহমানও অর্থ সম্পাদক প্রার্থী মো: ইউনুছ শরীফ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD