মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। আসন্ন কলাপাড়া পৌরসভা নির্বাচন-২০২১ অংশ নিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছেন কলাপাড়া বিএনপি।
শুক্রবার রাতে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাড়. হাফিজুর রহমান চুন্নু(সাধারন সম্পাদক পৌর বিএনপি),গাজী মোঃ ফারুক(যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি), এ্যাড়. শাহজাহান পারভেজ (যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ), মোঃ সালাম তালুকদার (সভাপতি উপজেলা কৃষক দল), গাজী মোঃ আক্কাস (সভাপতি উপজেলা যুবদল),গাজী মোঃ হারুন সহ যুবদল, কৃষক দল এবং ছাাত্রদল নেতৃবৃন্দ।
ফরম বিতরণের প্রথম দিনই ০১ নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেন সাবেক পৌর ছাত্রদের সাধারণ সম্পাদক মো.মিন্টু মোল্লা, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা মো.গাউস মাতুব্বর সহ একাধিক প্রার্থী।
মনোনয়ন ফরম বিতরণ শেষে বিএনপি নেতা এ্যাড়. হাফিজুর রহমান চুন্নু বলেন, একটি পদের বিপরীতে একাধিক ফরম বিতরণ হলে দলীয় কাউন্সিলের মাধ্যমে একজন প্রার্থী বাছাই করা হবে।