শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি,৩০ডিসেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ও ঘূণিঝড় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দরবার হলে পার্টনার ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর আয়োজনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ত্রৈমাসিক অগ্রগতি, আগামী পরিকল্পনা পর্যালোচনা এবং ঘূণিঝড় প্রস্তুতি সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী৷ কর্মকর্তাা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী পরিচালক, সিপিপি মো. আসাদুজ্জামান খান, ইএইচডি প্রকল্প,পিএইচডি’র বিভাগীয় কর্মসূর্চী সন্বয়কারী মো. মোমেন খান, ইএইচডি প্রকল্প, আরএইস্টেপ’র প্রতিনিধি ডা: সিরাজাম মুনিরা, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শিমা, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরসহ ইএইচডি প্রকল্প, পিএইচডি’র সদস্যসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় পিএইচডি’র বিভাগীয় কর্মসূর্চী সন্বয়কারী মো. মোমেন খান সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ত্রৈমাসিক অগ্রগতি, গত তিন মাসের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আলোকপাত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলার পিএইচডি’র স্বাস্থ্য কর্মী নুর মোহাম্মদ।