মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি, ১৩ডিসেম্বর।। পটুয়াখালীর কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে আলআমিন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার দিবাগত গভীর রাতে সোনার বাংলা নামের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এঘটনায় আজ সকালে ওই যুবতী বাদী হয়ে দুই জনের নামে ধর্ষন মামলা দায়ের করলে হোটেল ম্যানেজার সহযোগী শামিমকে (২০) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে মহিপুর থানা পুলিশ।
অভিযোগে ওই নারী উল্লেখ করেন, দীর্ঘ সাত মাস ধরে ওই যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছে আলআমিন (২২) নামের ওই যুবক। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ওই যুবতীকে কুয়াকাটা সোনার বাংলা হোটেলের ১০৪ নস্বর কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে বাহির থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায় আলআমিন। পরে ওই নারী তার পরিবারের কাছে ফোন দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীকে উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে