মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখারী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.জুয়েল খান (২৪) কে ১৩ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ।
মহিপুর থানা পুলিশ বুধবার রাতে কুয়াকাটা সড়কের হাজীপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। সে কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইয়াবা বহন করে কলাপাড়ায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।