মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মো.শাহআলম হাওলাদারকে মারধর করে জখম করার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু (৩৫) সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক কার হয়। আটককৃতদের মধ্যে অন্যান্যরা হলেন চেয়ারম্যানের স্ত্রী এলিজা বেগম (৩০) মো.নেছারউদ্দিন হাওলাদার (৩৫) মো.ইমরান গাজী (৩০) ও মো.নাঈম (৩০) । এ ঘটনায় ওই রাতে মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী মোসা.আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। এ দিকে সোমবার দুপুর ১২ টার দিকে চেয়ারম্যান মশিউর রহমান শিমুর সমর্থকদের একটি দল তার মুক্তির দাবীতে পৌরশহরে মিছিল করেছে। মিছিলকারীরা শিমু মীরা আটক কেন প্রশাসন জবাব চাই বলে শ্লোগান দেয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আটকৃতদের আদলাতে সোপর্দ করা হয়েছে।