বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে নতুন চর এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত আশ্রায়ন প্রকল্প-২ এর ঘরের চাবি হস্থান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে বাংলাদেশ সেনাবাহীনির তত্তআবধানে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নে নতুন চরে অসহায় ১শ পরিবারের জন্য ২০টি ব্র্যাক নির্মান করা হয়।
যার প্রত্যেকটি ব্র্যাকের সাথে ৫টি পরিবারের জন্য ১টি টিউবয়েল ও ১টি টয়লেট রয়েছে। বুধবার দুপুর ২টায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র নিকট গোবিন্দপুর ইউনিয়নে নির্মানকৃত আশ্রায়ন প্রকল্পের ঘরের চাবি হস্থান্তর করেণ বাংলাদেশ সেনাবাহীনির লেফটেনেন্ট কর্নেল ইফতেখার আলম বেগ, পিএসসি, অধিনায়ক-৪১ বীর।
এসময় উপস্থিত ছিলেন, লেফটেনেন্ট খালেদ, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার প্রমুখ।