বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচী সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, কলাপাড়া ও শহর সমাজ সেবা খেপুপাড়া, পটুয়াখালী উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান,উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ, কাউন্সিলর মাহবুব আলম।