বুধবার, ০৯ Jul ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। ধর্মীয় ঠাকুরকে নগদ টাকা, আগরবাতি, মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী দেয়ার মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হল বৌদ্ধধর্মবালম্বীদের কঠিন চিবরদান উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ বিকালে মহিপুরের কালাচাঁনপাড়ার ঠাকুরবাড়িতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নের সহস্রাধিক রাখাইন নর-নারী অংশগ্রহন করে।
প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাচাঁনপাড়া শাসনাসুক্ষাকারী বৌদ্ধ বিহারের ঠাকুর উ চোমানান্দা। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ভিক্ষু উ চিলাম অংচা। প্রার্থনা অনুষ্ঠান শেষে রাখাইনরা তাদের ধর্মীয় তিনজন ঠাকুরকে পোশাক উপহার দেন।