শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
মোঃ শহিদ ফরাজী, মনপুরা প্রতিনিধি। বঙ্গবন্ধুর দর্শন,, সমবায়ে উন্নয়ন। সমবায়ে শক্তি,সমবায়ে মুক্তি। ভোলার মনপুরা উপজেলায় পালিত হলো ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০। আজ সকাল ১০ ৩০ মিনিটের সময় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়।এর পর রযালি শেষ করে সবাই উপজেলা হল রুমে উপস্থিত হয়। উক্ত সমবায় দিবসে মনপুরা উপজেলায় সমবায় সমিতির উদ্যোগে ৪টি ইউনিয়ন থেকে আগত সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যবৃন্দ উপস্থিত হয়ে প্রোগ্রাম সফল করেন। এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাগন প্রোগ্রামে উপস্থিত ছিলেন। সমবায় দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি আছেন,, মিসেস শেলিনা আক্তার চৌধুরী,, চেয়ারম্যান,, উপজেলা পরিষদ ও সভাপতি,, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। সভাপতি, হিসেবে উপস্থিতি আছেন ,, জনাব মোঃ সেলিম মিঞা, নির্বাহী অফিসার, মনপুরা উপজেলা। সমবায় দিবসে স্বাগত বক্তব্য রাখেন,, জনাব ফয়েজ আহম্মেদ সমবায় কর্মকর্তা, মনপুরা উপজেলা, ভোলা। আলোচনায় বক্তৃতা বলেন,, মনপুরা উপজেলায় সমবায় সমিতির কোন সদস্যা/ সদস্যের ঘর,মাছের খামার ইত্যাদি ইত্যাদি যে কোন সমস্যা হলে উক্ত তথ্য লিক্ষিত ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে জমা দিলে সরকারি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। আলোচনার স্থান উপজেলা হল রুম।