শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পিরোজপুর জেলার কাউখালী থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৪ নভেম্বর ২০২০ তারিখ পিরোজপুর জেলার কাউখালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার কাউখালী থানাধীন বেকুটিয়া ফেরিঘাট হতে ১৫০ গজ উত্তরে কচা নদীর পূর্ব পাশে মোঃ জালাল উদ্দিন হাওলাদার এর বসত বাড়ীর উঠানে কতিপয় ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০৪ নভেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ২ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ হোসেন হাওলাদার(২৪), পিতা- মোঃ নজরুল হাওলাদার, সাং- পুকুরিয়া, থানা- সদর, জেলা-পিরোজপুর, (২) মোঃ সুমন খান(২৪), পিতা- মোঃ মোখলেছ খান, সাং- মুক্তারপুর, থানা- কাউখালী, জেলা-পিরোজপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে ৭২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে পিরোজপুর জেলার কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।