শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
মোঃ শহিদ ফরাজী মনপুরা প্রতিনিধি। সাড়া বিশ্বের মানবজাতির মুক্তির পথপ্রদর্শক। যে নবীর জন্ম না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না আর সে মহামানব আমাদের সকলের কলিজা,, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ফ্রান্স সরকার ব্যঙ্গচিত্র ও কূটউক্তি করায় প্রতিটি মুসলিম দেশের ন্যায় ভোলা জেলার মনপুরা উপজেলায় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল করে নবী প্রেমী হাজার হাজার মুসলমান ভাইয়েরা।
মনপুরা থানার ৪টি ইউনিয়ন থেকে আজ সকাল ১০টার সময় হাজার হাজার মুসলমান ভাইয়েরা উপজেলা চত্ত্বরে এসে উপস্থিত হয়। মহান আল্লাহপাক বলেন,, হে নবী আপনাকে শুধু মুসলমানদের জন্য নয়,,সাড়া মানবজাতির জন্যে রহমত হিসেবে প্রেরন করা হয়েছে। উপস্থিত সকল মুসলমানদের মুখে মুখে একটাই কথা,, আমাদের কলিজারটুকর মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে কূটউক্তি করা মানে সকল মুসলমান কে নিয়ে কূটউক্তি করা। এরপর হাজার হাজার মুসলমান জনতা ফ্রান্স সরকারের ছবিতে আগুন দিয়ে জুতা মারে। মনপুরা উপজেলায় সকল আলেম সমাজ একত্রে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা থেকে হাজীরহাট বাজার দিয়ে ডাকবাংলো রোড হয়ে উপজেলা চত্ত্বর হেলিফ্যাড মাঠে এসে উপস্থিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,, হাফেজ আব্দুল মান্নান সাহেব, মুফতী এনায়েত উল্ল্যাহ নুরনবী, মাঃ মফিজুল ইসলাম, মাঃ নেছারউদ্দিন সাহেব, মাঃ রফিকুল ইসলাম, মাঃ আব্দুল মতিন সাহেব, মাঃ সিহাবউদ্দিন,মাঃ জসিমউদ্দিন, মাঃ ইউনুস সাহেব, শাহরিয়ার দ্বিপক চৌধুরী, মোশাররফ হোসেন মজনু ফরাজী, মাহাবুব সাহেবসহ অন্যান্য আলেম ও দ্বীনদার মুসলমান জনতা। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন,,, মুসলমানদের কলিজারটুকরা, বিশ্বমানতার মহামানব, প্রিয় নবীজি হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কূটউক্তি বা ব্যঙ্গচিত্র করায় ফ্রান্স সরকারের ফাঁসি দাবী করেন।
এরপর উক্ত বিক্ষোভ মিছিলের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি করেন, ইমাম সমিতির সভাপতি, মাঃ মফিজুল ইসলাম সাহেব।