শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
মনপুরার প্রতিনিধি: মাদক মুক্ত সমাজ চাই – চল সবাই খেলতে যায়।
বাঁধের হাট মিয়া জমিরশাহ রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ইং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, মনপুরা সরকারি কলেজ মাঠে। ০১/১০/২০২০ তারিখে টুর্নামেন্টে উদ্বোধনের মধ্য দিয়ে মোট ১২টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহন করেন।২০/১০/২০২০ইং তারিখে দুপুর ৩.৫০ মিনিটের সময় ফাইনাল ম্যাচটি আরম্ভ হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহন করেন, হাজীরহাট ভাই ভাই ক্লাব বনাম মাষ্টারহাট ফুটবল একাদশ। ফাইনাল খেলায় হাজীরহাট ভাই ভাই ক্লাব ১-০ গোলে জয়লাভ করে। উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, আলহাজ্ব মোশাররফ হোসেন মজনু ফরাজী। যুগ্ম সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,, আবদুল্ল্যাহ আল মামুন, তদন্ত অফিসার, মনপুরা থানা। মোঃ নুরুল ইসলাম ফরাজী, শ্রম বিষয়ক সম্পাদক, মনপুরা উপজেলা আওয়ামী লীগ। মোঃ মহিউদ্দিন মিয়া,সাধারণ সম্পাদক ২নং হাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও মোঃ সুমন ফরাজী, সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা ছাএলীগ। সহ অন্যান্য নেতৃবৃন্দ।
টুর্নামেন্ট উপদেষ্টা মোঃ শহিদ ফরাজী।
আয়োজক হিসেবে,, মোঃ মেহেদী বেলাল মোঃ ছালাউদিন ফরাজী মোঃসোহাগ সাগর মোঃ সাগর ফরাজী মোঃ ইলিয়াস হায়দার ও মোঃ আল আমিন।
হাজার হাজার দর্শক উক্ত ফাইনাল খেলাটি উপভোগ করেন।