রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেক্স:ঝিনাইদহে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার
সকালে হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, হরিনাকুন্ডু উপজেলার দোয়ারমাঠের একটি ধান ক্ষেতে ভবানীপুর গ্রামের আলামিন নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত আলামিন ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।