বুধবার, ০৯ Jul ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); কাজী সামসুর রহমান ইকবাল, সভাপতি, পটুয়াখালী প্রেসক্লাব; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পর্যায়ে প্রস্তুতি নিশ্চিত করার কারণে বর্তমানে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।