সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
আজ সোমবার দুপুরে তারা বরিশালের বিশেষ ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. রফিকুল ইসলাম না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলে যাওয়াদের মধ্যে জাহাঙ্গীর হোসেন মৃধা, জামিল হোসেন পান্নু, আবুল বাশার প্যাদা, বিপ্লব প্যাদা, মিন্টু মৃধা, বাচ্চু প্যাদা, আব্বাস প্যাদা উল্লেখ যোগ্য। জেলে যাওয়া সবাই গৌরনদীর সরিকল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
আদালত সূত্রে জানাগেছে, ‘২০১৮ সালের ৩ নভেম্বর নির্বাচন বাঞ্চাল করতে সরিকল ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীরা রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এই ঘটনায় একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন আকন বাদী হয়ে একই দিন ৫৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
ওই মামলায় ১১ জন জামিনে থাকলেও বাকিরা পলাতক ছিলেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে পলাতকদের মধ্যে ২৭ জন হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।