রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
মোঃ শহিদ ফরাজী মনপুরা প্রতিনিধি।ভোলার মনপুরা উপজেলায় হাজীরহাট ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের চরফৈয়জুদিন কাশেমুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসায় গতকাল ১১/১০/২০২০ ইং শেষ রাতের দিগে ৪ টার সময় আগুন লাগে। মাদ্রাসার পাশে দোকানদার নয়ন মিকার আগুন দেখে চিৎকার দিলে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ছুটে আসেন। তারা বালতি,জগ ইত্যাদি দিয়ে পানি মেরে মেরে আগুন নিবাতে সক্ষম হয়। আগুনে মাদ্রাসার কিছু অংশ পুরে যায়। এরপর মাদ্রাসার প্রধান শিক্ষক,, উপজেলা চেয়ারম্যান কে ফোন করে বিষয়টি জানান।
সকালে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উপস্থিত হয়। এরপর মনপুরা উপজেলা চেয়ারম্যান, মিসেস শেলিনা আক্তার চৌধুরী ও মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন ঘটনা স্থলে পরিদর্শন করতে আসেন। এবং এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকেন। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন,, ঘটনাটি ঘটে শেষ রাতের সময় এবং বাহিরের লোক আগুন লাগিয়েছেন বলে ধারণা করেন। উপজেলা চেয়ারম্যান বলেন,,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব ঘটনা স্থলটি পরিদর্শন করার পরে তারা যে কোন সিদ্ধান্ত নিবেন বলে জানান।