মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক
বরিশালের ঐতিহ্যবাহী গজনী দীঘি রক্ষায় জেলা প্রশাসন এর কার্যকরি উদ্যোগ উচ্ছেদ অভিযান অব্যাহত।

বরিশালের ঐতিহ্যবাহী গজনী দীঘি রক্ষায় জেলা প্রশাসন এর কার্যকরি উদ্যোগ উচ্ছেদ অভিযান অব্যাহত।

Sharing is caring!

বরিশাল জেলার সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী গজনী দীঘি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপুর্ব দৃষ্টি নন্দন গজনীর দীঘি। সরকারি দীঘিটি দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তির দ্বারা দীঘির পাড় দখল করে আসছে দখলদার দীঘিটি বেহাত হওয়ার পথে। এখানে অবৈধভাবে মাছ শিকার করার পাশাপাশি রাতের আঁধারে দীঘির পাড়ের গাছ কেটে নেয়ার মতন অপরাধ সংঘটিত হয়। রাতের আঁধারে জুয়ার আসর বসার পাশাপাশি চলে মাদকের বিক্রয় এবং সেবনসহ অনৈতিক কর্মকান্ড। সেখানকার বসবাসকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, কিছু ঊশৃংখল যুবকের হাতে ঘুরতে যাওয়া দর্শনার্থীরা হচ্ছে লাঞ্চিত। দীঘিটি উদ্ধারে এরিমধ্য জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে উপজেলা প্রশাসন বরিশাল সদর এবং সহকারী কমিশনার ভুমি এর নেতৃত্বে দীঘি উদ্ধার এবং এর উন্নয়নে কাজ করছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ গজনীর দীঘি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। প্রতি বছর গজনী মেলা মিলতো এখানে। বাতাস ফকিরের আস্তানায় হাজার হাজার মানুষ আসতো কল্যাণের আশায়। কেউবা দীঘিতে গোসল দিতেন, কেউবা মাছকে দিতেন খাবার। ঐতিহ্যের সেই নিদর্শন এখন বেহাত হওয়ার পথে। বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান বলেন, আমরা এটিকে বেদখলমুক্ত করতে কাজ করছি। দীঘিটি উন্নয়ন এবং সরকারের রাজস্ব আদায়ে লিজ দেওয়া যায় কিনা সেটা দেখা হবে। জানা গেছে, সুলতানী আমলে গজনীর কোনো এক সুলতান বিশুদ্ধ পানির প্রয়োজনে এই দীঘী খনন করেন এবং স্থানীয় জাগীরদার বা জমিদারকে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। যে কারণে এ দিঘীটির নাম গজনীর দিঘী ছিল। আহঞ্জী বা ইসলাম ধর্মের প্রচারকারী হবার সুবাদে বরিশালের চাঁনপুরা ইউনিয়নের মানুষের কাছে আহঞ্জীদের আদিপিতা ইয়ারউদ্দিন আখনের গ্রহনযোগ্যতা ছিল অনেকটাই জমিদারদের মত দেখতে। বিচার আচার, সামাজিক যেকোন সমস্যার সমাধানে এ অঞ্চলের মানুষেরা এখনো আহঞ্জী (বর্তমান তালুকদার) বাড়ি নির্ভর। যে কারণে গজনীর দীঘীটাও আহঞ্জীদের নিয়ন্ত্রণে দেন তদানিন্ত গজনীর সুলতান। সমাজে মুখে মুখে গজনীর দীঘিকে ঘিরে বিভিন্ন রূপ কথা রয়েছে। আহঞ্জীরা গজনী কে দান করে দেন জনগণের কল্যানে বিশুদ্ধ পানির সুবিধা গ্রহণে। স্বাধীনতার পরেও গজনীর মেলা বা থৈল ছিল ঐ অঞ্চলের সেরা বিনোদন। সেখানে নিয়মিত ঘৌড় দৌড় হতো। পরবর্তীতে নাসির নামে এক যুবক হত্যার ঘটনায় ঐ মেলা বন্ধ করে দেয়া হয়। খুবই চমৎকার আর বিশাল এই পুকুরটি পিকনিক স্পট করার কথা উঠেছিল ১৯৮৫ সালে। সেই থেকে সরকারি সম্পত্তি হিসেবে দীঘির রক্ষণাবেক্ষণে দায়িত্ব পালন করছে প্রশাসন। পুকুরের দক্ষিণ পাড় পুরোটাই দখল করে গড়ে উঠেছে বসতভিটা। পূর্বপাড়ও অনেকটা বেদখল। তাই এটা উদ্ধারে কাজ করছে প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD