শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:০০ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। ব্যাক্তিগত উদ্দোগে মির্জাগঞ্জ উপজেলার সাথী বেগমকে সেলাই মেশিন উপহার দিলেন জেলা প্রশাসক পটুয়াখালী, মো.মতিউল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার(০৮ সেপ্টেম্বর) উপহার হিসেবে সাথী বেগমের বাবার হাতে এ সেলাই মেশিন তুলে দেন তিনি। মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ হারুন অর রশিদের মেয়ে সাথী বেগম স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই বিষয়ক প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে তার একটি সেলাই মেশিন কেনার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়নি। সেলাই মেশিন না থাকার কারণে প্রশিক্ষণ থাকার পরও তিনি আয়-রোজগার করতে পারছিলেন না।
বিষয়টি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী কে অবহিত করা হলে তিনি নিজ উদ্যোগে আজ সাথী বেগমের জন্য একটি সেলাই মেশিন তার বাবার হাতে উপহার হিসেবে তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, এই সেলাই মেশিন হাতে পেয়ে সাথী বেগম তার স্বপ্ন পূরনের পাশাপাশি রোজগার করে পরিবারে আর্থিক স্বসচ্ছলতা অর্জন করতে পারবেন।