বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: নির্বাচনের দিন ভোট গণনা পর্যন্ত আপনারা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জনগণের কাছে হেরে গিয়ে নৌকা এখন কোর্টে (আদালত) আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোট গণনা পর্যন্ত আপানারা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবেন।
তিনি আরো বলেন, সরকার জনরায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর এ কারণে জনগণের কাছে হেরে গিয়ে কোর্টে আশ্রয় নিয়েছে নৌকা।