শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাতে মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহস, শক্তি ও প্রেরণা যুগিয়েছিলেন জাতির কবি কাজী নজরুল ইসলাম। পরাধীনতার শৃংখল ভেঙ্গেছিলেন কবি নজরুল। বঙ্গবন্ধু ভারত থেকে কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। বঙ্গবন্ধুর পাশে থেকে ভাষা ভিত্তিক একটি জাতি উপহার দিয়েছেন কবি নজরুল। জাতীয় কবির লেখনি সব সময় বঙ্গবন্ধুর কন্যাকে সাহস শক্তি যোগান। এসময় সাংসদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সঙ্গীত শিল্পীবৃন্দ!