সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন:পটুয়াখালী প্রতিনিধি ।।পটুয়াখালীর মহিপুরে যথাযোগ্য মর্যাদায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহিপুর থানা যুবলীগের উদ্দ্যোগে ও সদর ইউনিয়ন যুবলীগের সহযোগিতায় শুক্রবার (২১ আগস্ট ) সকালে মহিপুুর থানা যুবলীগ কার্যালয়ে থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক ইসহাক শেখ, মহিপুর থানা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম, বশির হাওলাদার, সিরাজুল ইসলাম, ইব্রাহিম হাওলাদার, সিদ্দিক মোল্লা সহ থানা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
সভায় বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার স্বরযন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে এই হামলায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের দাবী করেন বক্তারা।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়।