বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স :গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার মোগরখাল এলাকা থেকে ১৩ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করে গাজীপুর র্যাব-১ এর সদস্যরা।
আটকরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার পুরকাস্তাপুর এলাকার তারা মিয়ার ছেলে মো. রফিক আহমেদ (৩৫) ও একই থানার লখনবন্দ এলাকার মৃত অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার (৩৬)।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, কক্সবাজার থেকে একটি মাইক্রোবাসে করে ইয়াবা নিয়ে গাজীপুরে যাচ্ছিলেন রফিক ও অঞ্জন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে তাদের মাইক্রোবাসটি মোগরখাল এলাকায় পৌঁছালে থামানো হয়। এসময় তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের বিভিন্ন স্থান থেকে ১৩ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকবিক্রেতা রফিক ও অঞ্জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার ২১৫ টাকা, ব্যবহৃত নোহা মাইক্রোবাস ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।