শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা জনাব মোঃ ছিদ্দিকুর রহমান গতকাল মঙ্গলবার (১৮ আগষ্ট ) দুপুরে রাজধানীর নয়াপল্টন অফিসে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর হাতে ফুলের তোড়া দিয়ে বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, আগামী দিনে জাতীয় পার্টি থাকবে জাতীয়তাবাদের মূল শক্তি হিসেবে। তাই জাতীয় পার্টির পতাকা তলে সব জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত হতে হবে। তিনি বলেন, জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিভিন্ন দলের নেতা-কর্মীরা যোগদান করছেন। আগামীতে আরো নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেবেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার।