বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু একাডেমি সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে ৯ টা ১৫ মিনিটে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পটুয়াখালী ইউনিটের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসক পটুয়াখালী মো.মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.হেমায়েত উদ্দিন হিরন সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এ সময় উপস্থিত সকলে ১৯৭৫ সালের এই দিনে নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সেই সাথে সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।