শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬
ছেলেদের জমানো টাকা লুট করতেই মাকে হত্যা

ছেলেদের জমানো টাকা লুট করতেই মাকে হত্যা

Sharing is caring!

অনলােইন ডেক্স :ছেলেদের জমাকৃত টাকা লুট করতেই খুন করা হয় সিলেটের ফেঞ্চুগঞ্জের মোল্লাটিল্লা এলাকার বাসিন্দা জুলেখা বেগমকে (৪৫)।

হত্যার পর মরদেহ পুঁতে ফেলা হয় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি খোলা রিং ল্যাট্রিনে।

আর এ হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিরা পেয়েছিল মাত্র ৪ হাজার ৮৪৮ টাকা। লুণ্ঠিত টাকার কিছু অংশও তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী দ্বিতীয় আদালতে রোমহর্ষক হত্যার বর্ণনা দেয় খুনের দায়ে গ্রেফতারকৃত তিন আসামি। আদালতের বিচারক মাহবুবুর রহমান জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) খালেদ চৌধুরী রানা  বলেন, তিন আসামি নিজেদের জড়িয়ে আদালতে জুলেখা হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে। মূলত; তারা টাকার জন্যই তাকে হত্যা করে। হত্যার পর ৪ হাজার ৮৪৮ টাকা পেয়েছিল তারা। এরপর গুম করতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে খোলা রিং লেট্রিনে মরদেহ পুঁতে ফেলে।

গত বুধবার (১২ আগস্ট) রাত ১১টায় ওই নারীর মরদেহ ফেঞ্চুগঞ্জের মোল্লাটিল্লা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। খুনের আলামত বলতে ছিল মরদেহ উদ্ধারস্থলের পাশে তাজা রক্তের ছোপ। সেই আলামাতকে পুঁজি করে খুনির ঘরে পৌঁছায় পুলিশ।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খালেদ চৌধুরী বলেন, বুধবার দিনগত রাত প্রায় ১১টায় অফিসে বসে একটা শিশু হত্যা মামলার কাজ শেষে কম্পিউটারে দ্রুত প্রিন্ট দিচ্ছি। আগের রাতে চোর ধরতে গিয়ে একফোঁটা ঘুম হয়নি। শরীর খারাপ লাগছে, কাজ শেষে ঘুমাতে যাবো, এমন সময় কক্ষের সামনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান গভীর চিন্তামগ্ন হয়ে তাকে বললেন, খালেদ আসেন তো ভাই, একজন নারীর মরদেহ পাওয়া গেছে, চলেন যাই। ঘটনাস্থলে পৌঁছে দেখি নারীর পা দেখা যাচ্ছে খোলা রিং টয়লেটের ট্যাংকির ভেতরে। পাশেই ঘাসের উপর হালকা তাজা রক্তের ছোপ। চিন্তায় পড়ে গেলাম এ রক্ত কার? ভিকটিমের, নাকি তাকে হত্যাকারী নরপশুর।

তিনি বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এবং উপ পরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানকে নিয়ে চারপাশ ঘুরে দেখি। তাদের দু’জনকে মরদেহের ব্যবস্থাপনায় রেখে আলামত সংগ্রহের জন্য সিআইডি টিমকে সংবাদ দিতে অনুরোধ জানাই। দেরি হলে হত্যাকারীরা হয়ত অনেক দূরে চলে যাবে। অন্যদিকে মা হারা দুই সন্তানের কান্না সহ্য হচ্ছিল না। এসআই আখতারুজ্জামানকে সঙ্গে নিয়ে রাতেই নেমে পড়ি  অভিযানে। প্রত্যেকটি তথ্য যাচাই করে লক্ষ্য ছিল একটাই হত্যাকারীদের থেকে যেনো তিনি এগিয়ে থাকেন। সূযের্র আলো ফোটার সঙ্গে সঙ্গে হয়ত হত্যাকারীরা আলোর সঙ্গে মিশে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরো বলেন, দিনের আলোর সুখ আমি তাদের নিতে দেব না এই পণ থেকে রাতভর অভিযান চালালাম। কখনও বস্তি, কখনও চা বাগানের উঁচু টিলা, সিএনজি অটোরিকশা, কখনও মোটরসাইকেল, কখনও পুলিশ ভ্যানে। রাত ৩টার পর থেকে সুফল আসতে শুরু করল।

মামলার আদ্যপান্ত ইতোমধ্যে ছবি আঁকা হয়ে গেছে। গ্রেফতার করা হলো মাস্টার প্ল্যানার অত্যন্ত ধূর্ত কালুকে (২০)। সে পাশের ঘরের গরুর রাখাল। তার সঙ্গেই মা হারা সন্তানটি প্রতিরাতে একই বিছানায় ঘুমাতে যেতো। আর শুয়ে শুয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্নগুলো শেয়ার করেছিল, কিভাবে মায়ের কাছে টাকা জমাচ্ছে। খুনির ভাবনায় ছিল টাকা লাখ দেড়েক হবে। এরপর চা বাগানের গভীর থেকে গ্রেফতার করা হয় আরেক চতুর খুনি নিদ্রাকে (২১)। তাদের স্বীকারোক্তিমতে জড়িত অপর আসামিকে আটক করা হয়। উদ্ধার করা হয় লুণ্ঠিত টাকার কিছু অংশ।

ওসি (তদন্ত) খালেদ বলেন, জুলেখা বেগমের দুই ছেলে ওয়ার্কশপে কাজ করতেন। অর্জিত টাকায় দুই সন্তানকে একটি সিএনজি অটোরিকশা কিনে দেওয়ার স্বপ্ন ছিল তাদের মায়ের। ঘরে একা থাকা তাদের মা জুলেখা বেগমকে আসামিরা পরিকল্পিতভাবে সামান্য টাকার লোভে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুধ করে হত্যা করে। হত্যার পর মরদেহ গুম করতে খোলা টয়লেটের রিং ট্যাংকিতে ফেলে দেয়। তারা ভেবেছিল এ মরদেহ কখনও দেখা যাবে না। কিন্তু সামান্য কাঁচের টুকরো এ অত্যাচার মেনে নিতে পারেনি। খুনির পা কেটে দিল। সবুজ ঘাসে লেগেছিল আলামত রক্তের ছোপ। যা থেকে হত্যাকারীদের ধরতে সক্ষম হয়েছি।

এ ঘটনায় নিহতের বড় ছেলে রোমন আহমদ তিন জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD