বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি,।।পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দূর্ঘটনাসহ পৃথক ঘটনায় পুলিশ কনস্টেবলসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। এ ঘটনায় কলাপাড়ায় থানায় পৃথক ইউডি মামলা হয়েছে। সোমবার উপজেলার টিয়াখালী লালুয়া ও বালিয়াতলী ইউনিয়নের এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পায়রা বন্দরে নির্মানাধীন ছয় লেন সড়কে মোটর সাইকেল ও ট্রলির সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল সাখাওয়াত খান (২৪)। সে ভোলা থানায় কর্মরত। তার দুই সহযোগী নিয়ে মোটরসাইকেল যোগে ঘুরতে আসে এ দূর্ঘটনায় তিনজনই আহত হয়। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের অবস্থার অবনতি ঘটলে তিনজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে পথিমধ্যে কনস্টেবল সাখাওয়াত খান মারা যায়। অপর আহত রাজু ও রাজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।