শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলার মনপুরায় ‘ইউপি সচিব’ ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ভিজিডির ১৩ বস্তা চাল রিক্সাযোগে পাচারকালে স্থানীয় জনতা আটক করে। পরে স্থানীয় জনতা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত মনপুরা ইউনিয়নের ‘ইউপি সচিব’ অহিদুর রহমান পলাতক থাকলেও পরে পুলিশের বিশেষ অভিযানে সন্ধ্যা ৬.০০ টায় আটক করেছে বলে জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাখাওয়াত হোসেন। এছাড়াও রিক্সার ড্রাইভার হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন বলে জানান তিনি।বুধবার দুপুর সাড়ে ৩ টায় মনপুরা ইউনিয়নের সরকারি ১৩ বস্তা চাল ওই ইউপি সচিব রিক্সাযোগে পাচারকালে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির দরজার সামনে জনতা আটক করে। রিক্সা ড্রাইভার হেলাল জানান, রামনেওয়াজ লঞ্চ ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর রহমান রিক্সা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেয়। রিক্সা চালক জিজ্ঞাসা করলে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলে। পরে চাল নিয়ে আনসার চেয়ারম্যানের বাড়ির সামনে আসলে স্থানীয়রা আটক করে। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জনতার হাতে আটককৃত ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক ইউপি সচিব অহিদুর রহমানকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মনপুরায় ইউপি সচিবের পাচারকৃত ১৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। মনপুরায় সরকারি চাল চুরির মূল হোতা আটককৃত ইউপি সচিব অহিদুর রহমান ।