বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে সাইকেল রেলী অনুষ্ঠিত বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা
যেভাবে পেসার থেকে স্পিনারে পরিণত হন যুবরাজ

যেভাবে পেসার থেকে স্পিনারে পরিণত হন যুবরাজ

Sharing is caring!

স্কেট বোর্ড ছেড়ে সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের জাদরেল ক্রিকেটার হওয়ার গল্প অনেকেরই জানা।

কিন্তু বাঁহাতি স্পিনার হওয়ার আগে তিনি যে বাঁহাতি পেসার হতে চেয়েছিলেন তা যুবরাজ ভক্তদেরও অনেকেরই অজানা।

সম্প্রতি স্পোর্টস ক্রীড়াকে দেয়া সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন যুবরাজ।

একসময় যুবরাজ মানেই ছিল চার-ছক্কার বাহার। রানের চাকা দ্রুত বৃদ্ধির অস্ত্র। আর তার সেই মারকুটে ব্যাটিংয়ের কল্যাণে ২০১১ সালের বিশ্বকাপ জেতে ভারত।

শুধু ব্যাটিংই নয়, বাঁহাতি স্পিনার হিসেবেও নিজের জাত চিনিয়েছেন এ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার ৭৭৮ রান করার পাশাপাশি বল হাতেও উইকেট নিয়েছেন ১৪৮টি।

আর সেই ক্রিকেটারই কিনা ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন পেসার হিসেবে!

সে কথা জানিয়ে স্পোর্টস ক্রীড়াকে যুবরাজ বলেন, ‘আমার ১১ বছর বয়স পর্যন্ত আমি পেসারই ছিলাম। আমি তখন পালামে বিশান সিং বেদির ক্যাম্পে ছিলাম। আমি একজন ফাস্ট বোলার ছিলাম, ব্যাটিং তেমন করতামই না।’

তবে মারকুটে ব্যাটসম্যান আর স্পিনার হয়ে উঠলেন কীভাবে?

সেই স্মৃতি রোমন্থন করে যুবরাজ বলেন, একবার এক ম্যাচে ছয় নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলাম। সেদিন কোনো ছক্কা ছাড়াই ৯০ রান পর্যন্ত করেছিলাম। এর পর এক বাঁহাতি স্পিনার দুই ছক্কা মেরে সেঞ্চুরি করি। সেই ম্যাচের পর আমি বুঝতে পারলাম যে, আমি চাইলে ব্যাটিংও করতে পারি।

ব্যাস এভাবেই ব্যাটসম্যান হয়ে উঠেছেন বলে জানান যুবরাজ সিং।

সাবেক এই অলরাউন্ডার বলেন, আমি চিন্তা করলাম, শুধু বোলার নই, চাইলে পেস বোলিং অলরাউন্ডার হতে পারি। কিন্তু এর পরই একবার পিঠের চোট পাই। তখন দৌড়িয়ে বল করতে সমস্যা দেখা দেয়। শুরু করি স্পিন বোলিং। এর পর থেকে তাই চলতে থাকে।

প্রসঙ্গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ তারকা অলরাউন্ডার ভারতের হয়ে ৪০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলে ১৭ সেঞ্চুরি ও ৭১ হাফসেঞ্চুরিতে করেছেন ১১ হাজার ৭৭৮ রান। উইকেট নিয়েছেন ১৪৮টি। এমন কীর্তি গড়েও অবসরে যাওয়ার সময় ‘শেষ সম্মান’ পাননি বলে অভিযোগ যুবরাজ সিংয়ের।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD