রবিবার, ২৭ Jul ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
বরিশালের মুলাদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব ষোলঘর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আনোয়ার হোসেন মৃধার ছেলে। জানা গেছে, সোমবার সকালে শিশুটির মা ঘরে বসে কাঁথা সেলাই করার সময় সে উঠানে খেলা করছিলো। খেলতে খেলতে হঠাৎ করে শিশুটি পুকুরের পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবাররা অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত ডাক্তার শিশুটি মৃত্যু বলে ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ জানান, হাসপাতাল থেকে শিশুটি কে তারঁ বাবা মার কাছে হস্তান্তর করার পাশাপাশি এঘটনায় মুলাদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।