বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে আফরোজা বেগম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত আফরোজা বেগম ওই গ্রামের কাদের মুন্সির স্ত্রী। তিনি ৫৯নং ধাউরা ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন।
জানা গেছে, আফরোজা বেগম বেশ কিছু দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার ভোরের দিকে তার অবস্থার অবনতি হয়। এরপর সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, মৃত ওই শিক্ষিকার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনেই তাকে দাফন করা হবে।