বুধবার, ১৪ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোর আত্মহত্যা করেছে।
বুধবার মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড চরহোগলা এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আত্মহননকারী কিশোর হলো- জুনায়েদ রহমান নাজিম (১৩)। সে চরহোগলা এলাকার মুস্তাফিজুর রহমান মানিক মুন্সীর ছেলে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি আবিদুর রহমান জানান, পারিবারিক কলহে নাজিম বেলা সাড়ে ১২টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়।
তাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরিবারের কোন আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।